‘পৃথিবীর কোন শক্তি আমাদের পরাজিত করতে পারবে না’

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ‘আমেরিকা মহান মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে ছিল না, চীন আমাদের পক্ষে ছিল না; পাকিস্থানের পক্ষে সরাসরি সহায়তা দিয়েছে। আমাদের পরাজিত করতে পরেছে? তাহলে আজ এতো চিন্তা কিসের? নিজের শক্তির ওপর আস্থা রাখেন, জনগণকে ঐক্যবদ্ধ করেন। আমেরিকা কি বলল, আর ইউরোপীয় ইউনিয়ন কি বলল এসব নিয়ে মাথা ঘামানোর কোন দরকার নাই। নিজের শক্তিতে বিশ্বাস রাখেন। একাত্তরে সাড়ে সাত কোটি মানুষ নিজের শক্তির ওপর আস্থা রেখেছিল বলেই পৃথিবীর কোন শক্তি আমাদের পরাজিত করতে পারেনি। পৃথিবীর যেসব শুভ শক্তি আছে তারা আমাদের পক্ষে ছিল। আমরা বন্ধুহীন নই, আমেরিকা মানে পৃথিবী নয়, এটি একটি দেশ মাত্র। এই আমেরিকা ভিয়েতনামে পরাজিত হয়েছে, আফগানিস্তানে পরাজিত হয়েছে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্ট সকল শহিদদের স্মরণে আলোচনা সভায় দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসাদুজ্জামান নূর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন।

নীলফামারী জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।

সকাল ৯টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় বক্তব্য রখেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর ইসলাম রিন্টু।

আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর নিহত পরিবারবর্গের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top