বিপাকে ভোক্তারা নীলফামারীতে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি

75.jpg

নীলফামারীতে দাম বেড়েছে এলপিজি গ্যাসের (লিকুইড পেট্রোলিয়াম গ্যাস)। পরিবারের রান্নাসহ অন্যান্য জ্বালানী কাজে ব্যবহৃত ওই গ্যাসের হঠাৎ দাম বাড়ায় অস্বস্তিতে পড়েছে ভোক্তারা। গত মাসের তুলনায় মঙ্গলবার জেলায় প্রতিটি সিলিÐার (১২ কেজি) বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা বেশী দামে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বেশী দামে কিনতে হচ্ছে। একারণে বেশী দামে বিক্রি করতে হচ্ছে।
জেলা শহরের বিভিন্ন খুচরা দোকান ঘুরে দেখা গেছে ১২ কেজি ওজনের বিভিন্ন কোম্পাণীর এলপিজি গ্যাসের সিলিÐার বিক্রি হচ্ছে এক হাজার একশ টাকা থেকে এক হাজার ১৫০ টাকা পর্যন্ত। গত মাসের ৩১ তারিখ পর্যন্ত সম পরিমান গ্যাসের দাম ছিল ৯০০ থেকে ৯৫০ টাকা পর্যন্ত। যা পূর্বের তুলনায় প্রতি সিলিÐারে দামের বর্তমান পার্থক্য ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
জেলা শহরের মড়ালসংঘ মোড়ের চা বিক্রেতা সুলতান ইসলাম বলেন, ‘দোকানে জ্বালনীর কাজে সিলিÐার গ্যাস ব্যবহার করি। আজকে গ্যাস শেষ হওয়ায় কিনতে গিয়ে দেখি দাম বেড়েছে। যে গ্যাস আগে ৯০০ টাকায় কিনেছিলাম তা আজকে কিনলাম এক হাজার ১০০ টাকায়। এখন জ্বালানীর খরচ বাড়ায় লাভ কম হবে।’
বাড়িতে রান্নার জ্বালাণীর জন্য শহরে গ্যাস কিনতে এসেছিলেন জেলা শহরের শাহীপাড়র সজব অনোয়ার ( ৩৬)। ১২ কেজির গ্যাসের একটি সিলিÐার কিনেছেন এক হাজার ৮০ টাকায়। তিনি বলেন,“একই সিলিÐার আগে কিনেছিলাম ৯০০ টাকায়। আজকে সেটি ১৮০ টাকা বেশী দিয়ে কিনতে হলো।’
তিনি বলেন,‘পেঁয়াজ, ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ার পর এবার গ্যাসের দাম বাড়লো। এতে আমরা স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়ছি।’
জেলা শহরে গ্যাসের খুচরা বিক্রেতারা বলছেন,‘আমরা পরিবেশকের কাছ থেকে কিনে এনে খুচরা বিক্রি করছি। ১লা জানুয়ারী থেকে বেশী দামে কিনছি, তাই আগের তুলনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তাতে আমাদের বিনিয়োগের পরিমান বাড়লেও লাভ বাড়েনি।’
এবিষয়ে জেলা শহরের বসুন্ধরা ও যমুনা এলপিজি গ্যাসের পরিবেশক মেসার্স সামী ইলেকট্রনিক্সের মালিক আখতার হোসেন স্বপন বলেন,‘চলতি মাসের এক তারিখ থেকে বিভিন্ন কোম্পানীর সিলিÐার গ্যাসের দাম বাড়ায় বাড়তি দামে আমাদেরকে উত্তোলন করে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতে হচ্ছে। এতে আমাদের করার কিছু নেই।
কারণ জানতে চাইলে তিনি বলেন,‘আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কথা কোম্পানী থেকে আমাদেরকে জানানো হয়েছে।’
এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম বলেন,‘এলপিজি গ্যাস বাজারে বিক্রির নির্ধারিত মূল্য আছে। বর্তমানে দাম বৃদ্ধি পেয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। দাম না বাড়লেও বেশী দামে বিক্রি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top