পিইসিতে পাসের হার ৯৫.৫ শতাংশ

c3.jpg

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিয়েছে ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন। এরমধ্যে ছাত্র ১১ লাখ ২৪ হাজার ২২৫ জন এবং ছাত্রী ১৩ লাখ ২৯ হাজার ৯২৬ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে সব বিষয়ে পাস করেছে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন। অর্থাৎ পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এতথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। এরমধ্যে ছাত্র ১ লাখ ৪১ হাজার ৪৫১ জন এবং ছাত্রী ১ লাখ ৮৪ হাজার ৬৩৭ জন।
অন্যদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইবিটি) পরীক্ষায় এবার মোট অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ১৭৮ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫৭ হাজার ৯৩৬ জন এবং ছাত্রী ১ লাখ ৪৬ হাজার ২৪২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে সব বিষয়ে পাস করেছে ২ লাখ ৯১ হাজার ৮৭৫ জন। পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ।
ইবিটি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৬৮৫ জন এবং ছাত্রী ৬ হাজার ১৯২ জন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার বিবেচনায় আট বিভাগের মধ্যে বরিশাল বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৯৩ শতাংশ। দেশের ৬৪ জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে গাজীপুর। এ জেলায় পাসের হার ৯৯ দশমিক ১৪ শতাংশ। ৫১০টি উপজেলার মধ্যে ভোলার দৌলতখান উপজেলায় শতভাগ পাস করেছে।’
প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘এবার পাসের হার বিবেচনায় ইবতেদায়িতে আট বিভাগের মধ্যে রাজশাহী বিভাগ শীর্ষে। এ বিভাগের পাসের হার ৯৭ দশমিক ৮১। ইবতেদায়ি পরীক্ষায় দেশের ৬৪ জেলার মধ্যে নওগাঁ জেলায় শতভাগ পাস করেছে। দেশের ৫১০টি উপজেলার মধ্যে ৮৩টি উপজেলায় শতভাগ পাস করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top