নীলফামারীর টুপামারী ইউনিয়নে দুঃস্থ মাতার ভিজিডির চাল সুস্থের ঘরে

times...001.png

স্টাফ রিপোর্টারঃ নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামে ১০ শতক জমির ওপর ছাদ পেটানো পাকা বাড়ী খালেদার (৩০)। স্বামী ওমর ফারুক (৩৫) একজন কর্মক্ষম ব্যক্তি। স্থানীয় রামগঞ্জ বাজারে তার রয়েছে ওয়েলডিং, ইজিবাইক ও ব্যাটারী চালিত রিকসা-ভ্যান মেরামতের দোকান। ওই ব্যবসাটিও তিনি জমিয়েছেন ভালো। এর আগে বাইসাইকেল মেকারের কাজ করতেন তিনি। স্বচ্ছল পরিবারের ওই খালেদাকে প্রদান করা হয়েছে সরকারের সামাজিক কর্মসূচির দুঃস্থ মাতার ভিজিডির (ভার্নাবেল গ্রæপ ডেভলপমেন্ট) সুবিধা। দুই বছর মেয়াদী ওই সুবিধায় গত জানুয়ারী মাস থেকে ৩০ কেজি করে (প্রতিমাসে) চাল ভক্ষণও করছেন তিনি।
ওই কার্ড পাওয়ার কথা স্বীকার করে খালেদা বলেন,‘আমার স্বামী সাইকেল মেকার। ওই আয় দিয়ে আমরা সংসার চালাই। এছাড়া আমাদের কোন জমি-জমা নেই। গত বছর বাড়ীটি নির্মান করেছি নয় লাখ টাকা খরচ করে।’
শুধু খালেদা নয়, সরকারের ওই কর্মসূচিটি বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ইউনিয়নটিতে। সরেজমিনে গিয়ে দেখা গেছে কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা লঙ্ঘন করে দুঃস্থতের ওই সুবিধা প্রদান করা হয়েছে সুস্থদের ঘরে।
ইউনিয়নটির বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, আছে পাকাবাড়ী, স্বামী চাকুরীজীবী অথবা ব্যবসায়ী এবং স্বচ্ছল, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির বয়স্কভাতা, বিধবাভাতা, ১০ টাকা কজি দরে চালের সুবিধা ভোগ করছেন এমন পরিবারে প্রদান করা হয়েছে সরকারের ভিজিডির ৩০ কেজি (প্রতিমাসে) চালের সুবিধা। দুঃস্থদের পরিবর্তে এসব সুবিধা ভোগ করছেন সুস্থরা।
ইউনিয়নটির দুহুলীপাড়া গ্রামের আজিজুল ইসলাম (আজিবুল) একজন গরু ব্যবসায়ী। সম্প্রতি সুখধন গ্রামে তিন লক্ষাধিক টাকায় ১৫ শতক জমি কিনে নির্মাণ করছেন চার কক্ষের টিনসেডের পাকাবাড়ী। তার পরিবারে উপার্জনক্ষম দুই ছেলে কাজ করেন ঢাকাসহ এলাকার বাইরে। সেই আজিজুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম পেয়েছেন ভিজিডির চালের সুবিধা। তবে আজিজুল ইসলাম ওই নতুন বাড়ী নির্মান এবং ভিজিডির কার্ড পাওয়ার কথা স্বীকার করে দাবি করে বলেন,‘আমি গরীব মানুষ। গরুর ব্যবসা আগের মতো নাই। ছেলেদের ইনকামের টাকা দিয়ে বাড়ী করছি।’
অপরদিকে চৌধুরীপাড়া গ্রামের আব্দুল্লাহ ইউনিয়নটির পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালামের ছোটভাই। ইউনিয়নের টুপামারী বাজার নুরানী মাদ্রাসার সুপার এবং স্থানীয় একটি মসজিদের ঈমাম। তার মালিকানাধীন ওই মাদ্রাসাটিতে ছোটভাই আব্দুস ছালামও শিক্ষকতা করেন। কথা হলে আব্দুস ছালাম জানান, মাদ্রাসার আয় থেকে প্রতিমাসে ছয়জন শিক্ষক কর্মচারীকে বেতন প্রদান করেন ছয় থেকে সাত হাজার টাকা করে। অবশিষ্ট আয় বড়ভাই আব্দুল্লাহ নেন। সেই আব্দুল্লাহর স্ত্রী রিনা আক্তারের নামেও রয়েছে ৩০ কেজি চালের ভিজিডি কার্ড।
একই গ্রামের রেজওয়ান ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মচারী। গ্রামে রয়েছে পাকাবাড়ী। তার স্ত্রী লতা আক্তারের নামে রয়েছ ভিজিডির ৩০ কেজি চালের সুবিধার কার্ড।
কর্মসূচি বাস্তবায়নের নীতিমালা অনুযায়ী পরিবারে কর্মক্ষম দুস্থ, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্তা নারী আছে এবং কোন উপর্জনক্ষম সদস্য অথবা অন্য কোন স্থায়ী বা নিয়মিত আয়ের উৎস নেই, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্য কোন সুবিধা ভোগ করেন না, এমন দুঃস্থ নারীরা ওই সুবিধা পাবেন।
অগ্রাধিকারের বিষয়ে বলা হয়েছে, ভূমিহীন (বসতভিটাসহ চাষযোগ্য ১৫ শতকের নীচে) পরিবারে দুঃস্থ ও অসহায় মহিলা, যাদের নিয়মিত আয়ের উৎস নেই, দিনমজুর বিশেষত কৃষিক্ষেত্রে দিনমজুর, এসব পরিবারে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কিশোরী আছে, যে পরিবারের ঘরের দেওয়াল মাটির, পাটকাঠি বা বাঁশের তৈরী, পরিবারে অটিজম, প্রতিবন্ধী সদস্য আছে সেসব পরিবারের মহিলারা অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রে বয়স ধরা হয়েছে ২০ থেকে ৫০ বছর।
এবিষয়ে টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বলেন,‘২০২০ সালের ২৯ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময়ে ভিজিডির সুবিধাভোগি বাছাই কাজ চলে। নির্বাচনের কারণে আমরা দায়িত্ব পালন করতে না পারায় ইউপি সচিব কাগজপত্র সংগ্রহ করে তালিকা প্রদান করেছেন। ইতিমধ্যে ৩০ কেজি করে দুই মাসের চাল প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এবিষয়ে একটি অভিযোগও হয়েছে। তিনি তদন্ত কমিটি করে অভিযোগ যাচাই করছেন। নির্বাচন শেষে ক্ষমতা বসার পর আমরা নিজেরাও এসব যাচাই বাছাই করছি। কেউ ওই সুবিধা পাওয়ার উপযুক্ত না হলে বাদ পড়বেন।’
ইউপি সচিব মোস্তাক হোসেন বলেন,‘গত বছরের ১ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনলাইনে ওই সুবিধার জন্য এক হাজার ৪০০ জন আবেদন করেছিলেন। ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি যাচাই-বাছাই করে ৪৩০ জনের তালিকা উপজেলা কমিটিকে প্রদান করেছেন। সেখান থেকে ২১৫ জন সুবিধাভোগির তালিকা চুড়ান্ত করা হয়েছে। ওই ২১৫ জনকে গত জানুয়ারী এবং ফেব্রয়ারী মাসের ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন,‘বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top