সৈয়দপুর পৌরসভার ভোট ১৬ জানুয়ারি

poro-nirbachon.jpg


এসএপ্রিন্সঃ নীলফামারী সৈয়দপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। বুধবার (২ ডিসেম্বর) বিকালে দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে জেলার সৈয়দপুর পৌরসভাসহ ২৯টিতে ইভিএমে ভোটগ্রহণ হবে। বাকি ৩২টি পৌরসভায় ভোট হবে ব্যালটের মাধ্যমে। জেলায় পৌরসভা নির্বাচনে এবারেই প্রথম ইভিএম নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসব পৌরসভার সাধারণ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, ১৫টি ওয়ার্ড নিয়ে সৈয়দপুর পৌরসভা গঠিত। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সৈয়দপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার জয়ী হন (ধানের শীষ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top