নীলফামারীতে হেলথক্যাম্প অনুষ্ঠিত

Times-31.08.19..01.jpg

২০১৮-১৯ অর্থ বছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর উদ্যোগে উপকারভোগীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা জোরদার করণের লক্ষ্যে নীলফামারীতে হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) সকাল ১১টায় মহিলা বিষয়ক অধিদপ্তর নীলফামারীর আয়োজনে পৌরসভার হলরুমে দুই দিনব্যাপী ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন, প্যানেল মেয়র ঈসা আলী, কাউন্সিল বাদশা আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল প্রমূখ। হেলথক্যাম্পে উপকারভোগীদের প্রাথমিক চিকিৎসা দেন ডা: রুহুল আমিন, ডা: মমতা বেগম, ডা: সাজ্জাদ, সিনিয়ন নার্স লাইজু ও সাবিত্রি রানী।
এদিকে ২০১৬-১৭ অর্থবছরে ৭৫০জন, ২০১৭-১৮ অর্থবছরে ৫০জন এবং ২০১৮-১৯ অর্থবছরে ৫০০জনসহ মোট ১৩০০ জনকে চিকিৎসা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top