সৈয়দপুর এসি ল্যান্ডের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

Saidpur-Photo-05-11-2020.jpg


স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুরে সংখ্যালঘু দরিদ্র একটি পরিবারকে ভিটেছাড়া করতে বাধ্য করার অভিযোগ মিলেছে সৈয়দপুর সহকারী কমিশনারের (ভ‚মি) বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের নতুন বাবু পাড়াস্থ উচ্ছেদকৃত বাড়ির সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই অভিযোগ করেন ভূক্তভোগী শ্রী জহর লাল শীল। অভিযোগকারী পেশায় একজন নাপিত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁর পূর্বপুরুষ পেশায় নাপিত এবং তিনিও বর্তমানে ওই পেশায় থেকে জীবিকা নির্বাহ করছেন। এ কারণে তৎকালীন জমিদার পূরণচাঁদ নাহাটা ও জ্ঞানচাঁদ নাহাটা ক্ষৌরকর্ম করার জন্য জহর লাল শীলের পিতামহ নারায়ন চন্দ্র শীলকে সৈয়দপুর শহরের কয়া মৌজার সিএস ৫৫ ও এসএ ৪৬ খতিয়ানভুক্ত সিএস ৪৮৩১ ও এসএ ৫২৮৬ দাগে ৪৬ শতক জমির মধ্যে প্রায় সোয়া ছয় শতক জমিতে বসতবাড়ি তৈরি করে থাকার অনুমতি দেন। তখন থেকে তাদের তিন পুরুষ ওই বসতবাড়ি ভোগদখল করে আসছে। এদিকে বিএস রেকর্ডে ওই জমি খাস খতিয়ানভুক্ত (দাগ নং ৩১৫৩২) হয়। বিষয়টি জানার পর জমির ভোগদখলকারী শ্রী জহর লাল শীল গত ২৪ আগষ্ট বিএস রেকর্ড সংশোধনের জন্য নীলফামারীর বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এমতাবস্থায় গত ১ নভেম্বর সৈয়দপুর সহকারী কমিশনার (ভ‚মি) রমিজ আলম খাস জমি উল্লেখ করে দখলদার জহরলাল শীলের পরিবারকে উচ্ছেদ করে বাড়িতে তালা ঝুলিয়ে দেন। এর আগে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। এ অবস্থায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
সৈয়দপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, খাস জমি উদ্ধারে আমরা সরকারি দায়িত্ব পালন করেছি মাত্র।
এ বিষয়ে সৈয়দপুর সহকারী কমিশনার (ভ‚মি) রমিজ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top