জলঢাকায় ভূল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ায় কেন্দ্র সচিব ও ট্যাক অফিসারকে অব্যাহতি

0.jpg

নীলফামারীর জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২৯জন হিন্দু ধর্মের এসএসসি পরীক্ষার্থীর সেট জিরো ওয়ানের পরিবর্তে সেট জিরো থ্রি প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগে কেন্দ্র সচিব তোফায়েল আহমেদ এবং ট্যাক অফিসার মোসলে উদ্দীনকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: তোফাজ্জুর রহমান জানিয়েছেন, গত শনিবার জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২৯জন পরীক্ষার্থী হিন্দু ধর্ম বিষয়ে পরীক্ষা দেয়। এসব পরীক্ষার্থীর মাঝে সেট জিরো ওয়ানের পরিবর্তে সেট জিরো থ্রি প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরীক্ষার্থীরা ওই প্রশ্ন দিয়ে পরীক্ষা দেয়ার পরে বিষয়টি জানাজানি হয়। এ অভিযোগে আজ রোববার তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top