কিশোরগঞ্জের ১৬টি সেতু ও কালভাট উদ্বোধন হলে বদলে যাবে অর্থনীতির চাকা

received_1929.jpg

এসএপ্রিন্সঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের অধীন (২০১৮-১৯ অর্থবছর) বার্ষিক উন্নয়ন কর্মসুচীর আওতায় প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ১৬টি সেতু ও কালভার্ট উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। উদ্বোধনের পর সেতুগুলো উন্মুক্ত করা হলে শতাধিক গ্রামের ছয় লক্ষ মানুষ এর সুফল পাবে। বদলে যাবে গ্রমের দৃশ্যপট।
কিশোরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অবিলের বাজার হতে টটুয়ার ডাঙ্গাঁ মেলা অভিমুখী রাস্তায় ১৪ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের পুষনা সরকারী প্রাথমিক বিদ্যালয় যাবার রাস্তায় ১৮ লক্ষ ২৬ বাজার ৯৯৫ টাকা ব্যয়ে, মাগুড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৌলভীর বাজার হতে মুন্সিপাড়া অভিমুখী ৩০ লক্ষ ৭০ হাজার ৯৪৮ টাকা ব্যয়ে, বাহাগিলি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নায়র খাল হতে পঁচা ডোবা অভিমুখী রাস্তায় ১৪ লক্ষ ৪৫ হাজার ৫০১ টাকা ব্যয়ে, চাঁদখানা ইউনিয়ন পরিষদে ৭নং ওয়ার্ডের বুড়ির হাট হতে চরকবন্দ অভিমুখী রাস্তায় ১৯ লক্ষ ৭৬ হাজার ৯০৫ টাকা ব্যয়ে, রনচন্ডী ইউনিয়নের কৈমারী দাখিল মাদরাসা হতে অবিলের বাজার অভিমুখী রাস্তায় ২৫ লক্ষ ৭৭ হাজার ৬৪৯ টাকা ব্যয়ে ও আলোরমরী কলেজ হতে কিসামত বিদ্যালয় চর সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিমুখী রাস্তায় ১৯ লক্ষ ৭৬ হাজার ৯৯৫ টাকা ব্যয়ে, পুটিমারী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সড়ক হতে পানিয়ান পুুকুর অভিমুখী রাস্তায় ১৪ লক্ষ ৪৫ হাজার ৫০৯ টাকা ও ৯নং ওয়ার্ডের বাকের চাতাল হতে পুর্ব দিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিমুখী রাস্তায় ১৯ লক্ষ ৭৬ হাজার ৯০৫ টাকা ব্যয়ে, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে চিড়াতি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে পুষনা বাবুর বাজার অভিমুখী রাস্তায় ১৮ লক্ষ ২৬ হাজার ৯৯৫ টাকা ব্যয়ে, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মাঠের বাজার সড়ক হতে ডাজ্ঞাঁপাড়া অভিমুখী রাস্তায় ৩০ লক্ষ ৭০ হাজার ৯৪৮ টাকা ব্যয়ে, চাঁদখানা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিস্টুলের বাজার হতে পাড়ের হাট অভিমুখী রাস্তায় ১৭ লক্ষ ১৭ হাজার ১৮৫ টাকা ব্যয়ে, মাগুড়া পারের হাট হতে চাঁদখানা অভিমুখী রাস্তায় ১৭ লক্ষ ১৭হাজার ১৮৫ টাকা ব্যয়ে, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ১নং ওয়ার্ডে ইয়াসিন মেম্বারের পাড়া হতে খামার ডুমুরিয়া অভিমুখী রাস্তায় ১৯ লক্ষ ৭৬ হাজার ৯০৫ টাকা ব্যয়ে ১৬টি সেতু নির্মান করা হয়েছে। সেতুগুলো উদ্বোধন করা হলে উপজেলার নয়টি ইউনিয়নের ৬ লক্ষাধীক মানুষ এর সুফল পাবে। বদলে যাবে অর্থনীতির চাকা।
কিশোরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা (অ:দ:) আবু হাসনাত সরকার বলেন, সেতু গুলো না থাকার কারনে এলাকাবাসী দীর্ঘদিন ভোগান্তির স্বীকার হয়েছে। সেতুগুলো নির্মান হওয়ার ফলে জনগনের চলাচলের পথ সুগম হলো। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন, সেতু নির্মান হওয়ায় এই এলাকার আর্থ, সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে বিপ্লব সাধিত হবে। যা এ এলাকার দৃশ্যপট পাল্টে যাবে। জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকতা এসএ হায়াত বলেন, সরকারের নিরলস প্রচেষ্টার কারনে এই সেতুগুলো অত্রাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top