নীলফামারীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে করণীয় নির্ধারণ বিষয়ক সভা

Education-oic.jpg

নীলফামারীতে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলার স্কুল, মাদরাসা ও কারগিরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে করণীয় নির্ধারণ বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষানুরাগী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের সাথে শিক্ষার মান উন্নয়নে কার্যকারি ভুমিকা প্রদানে করণীয় দিক নিয়ে আলোচনা করেন। এসয়ম জেলার বিগত তিন বছরের জেএসসি, জেডিসি ও এসএসসি, দাখিল এবং কারিগরি পরীক্ষার ফলাফল তুলে ধরে আলোচনা করা হয়। এছাড়াও আলোচনায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি ও নারী শিক্ষার্থী বৃদ্ধি এবং ঝরে পড়া রোধসহ বিভিন্ন দিক উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আখতার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমেদ আহসান হাবীব, জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম রব্বানী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহের বানু, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মেসাবহুল হক, টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান আশিকুর রহমান, চড়চড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল কাদের প্রমুখ। সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তাগন জেলা প্রশাসককে জেলার মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে কার্যকরি পদক্ষেপ গ্রহনের বিষয়ে তাদের করণীয় দিক তুলে ধরে বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top