সৈয়দপুর উপজেলায় স্থানীয় শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

InShot_20240414_230159468.jpg


রাশেদুর রহমান সুমন
স্টাফ রিপোর্টার।

নীলফামারীর সৈয়দপুরে ১২এপ্রিল স্থানীয় শহীদ দিবস। মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি কলংকিত অধ্যায়। এইদিনে স্বাধীনতা পদকপ্রাপ্ত তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য (এম.পি.এ) শহীদ ডাঃ জিকরুল হকসহ স্থানীয় দেড়শতাধিক বুদ্ধিজীবি, রাজনীতিক, পেশাজীবি ও ছাত্র-যুব নেতৃবর্গকে পাকিস্তানী বাহিনীরা নির্মমভাবে হত্যা করে।

১২ ই এপ্রিল স্হানীয় শহীদ দিবস উপলক্ষে শহীদ তুলশীরাম সড়কের হীরালাল ঠাকুরবাড়ি মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রজন্ম ৭১ এর সভাপতি এম মন্জুর হোসেনের সভাপতিত্বে ও মো তৈয়বুর রহমান তামিম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রাবেয়া আলিম,সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর আলম সিদ্দিকী, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মো রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইন্জি রাশেদুজ্জামান রাশেদ, আওয়ামীলীগ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো মুজিবুল হক, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন জাবিস্ক, জাসদ এর উপজেলা শাখার সভাপতি মো আজিজুল হক, বাংলাদেশ পুজা উৎযাপন কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, সৈয়দপুর হিন্দু কল্যান সমিতির সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি রায়,বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ, শহীদ পরিবারের সদস্য ট্রেন ট্রাজেটির বেঁচে ফেরা যাত্রী শ্যাম সুন্দর সিংহানিয়া, শহীদ পরিবারের সদস্য রনজিৎ কুমার ঘোষ, দানবীর শহীদ তুলশিরাম আগারওয়ালার নাতি স্বরনীকা পরিষদের সভাপতি সুমিত কুমার আগারওয়ালা, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহাজাহান সরকার বাবলু, হিন্দু কল্যান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক যোগেন্দ্রনাথ রায় সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মিরা ও শহীদ পরিবারের সদস্যরা।

আলোচনা সভার আয়োজন করেছেন রক্তঝরা ৭১’, প্রজন্ম’৭১ হিন্দু কল্যান সমিতি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুরে পৃথকভাবে বিস্তারিত কর্মসূচী পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল-বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে কালো পতাকা উত্তোলণ, শোক শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ মাহফিল,মন্দিরে পুজা, ছবি প্রদর্শনী, সকালে শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পণ, সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন।

বিভিন্ন বক্তারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন। জাসদ নেতা মো আজিজুল হক সহ অনেকে স্হানীয় শহীদ দিবসটিকে রাষ্ট্রীয় ভাবে পালনের দাবী জানান। হিন্দু কল্যান সমিতির সভাপতি এ্যাড. তুষার কান্তি রায় তার বক্তব্য বলেন, শহীদ ডাঃ জিকরুল হকের নামে সৈয়দপুর বিমানবন্দর, শহীদ ডা সামশুল হক নামে সৈয়দপুর সরকারী কলেজ, এছাড়া তুলশীরাম স্কুলে শহীদ তুলশীরাম এর মুর‍্যাল স্হাপন সহ বিভিন্ন সড়কে শহীদদের নামে রাস্তা ও স্হাপনার নামকরন এবং শহীদদের যথাযত মর্যাদা দান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top