নীলফামারীতে সম্মুখ যোদ্ধা নার্স সেতু প্রথম করোনা টিকা নিলেন

Tika....01-1.jpg


এসএপ্রিন্স ঃ সারাদেশ ব্যাপী করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচীর অংশ হিসেবে উৎসব মুখর পরিবেশে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহন করলেন নীলফামারীর সম্মুখ যোদ্ধারা।
রবিবার (৭ ফেব্রæয়ারী) সকাল ১১টায় করোনা টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়। নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জেছমিন নাহার সেতু ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেন। এরপর প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, পুলিশ পরিদর্শক মাহমুদ উন নবী, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নিখিল রায় ভুবন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ শাহজাহানসহ সদর উপজেলার ১০০জন ভ্যাকসিন গ্রহন করেন। ভ্যাকসিন প্রয়োগে ১১টি টীমে ২২জন ভ্যাকসিনেটর ও ৪৪জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।
সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলার দায়িত্বে থাকা করোনা কমিটির উপদেষ্ঠা প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সচীব হাসিবুল আলম, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান(পিপিএম,বিপিএম), জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মেজবাহুর রহমান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ভার্চুয়ালে সংযুক্ত হয়ে এর শুভ উদ্ধোধন ঘোষনা করেন। এসময় তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমি নিজেও রেজিষ্ট্রেশন করেছি এবং এ টিকা নিজেও গ্রহন করবো। তিনি আরও জানান, সকলকে নির্ভয়ে রেজিষ্ট্রেশন করে নির্ধারিত করোনা টিকা কেন্দ্রে এসে টিকা নেওয়ার আহবান করছি।
সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির বলেন, প্রথম দিনের রেজিস্ট্রেশন তালিকায় থাকা চিকিসৎক, নার্স, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় তিনি বলেন, সকল কে রেজিষ্ট্রেশনের মাধ্যমে করোনা টিকা প্রয়োগ করতে হবে। রেজিষ্ট্রেশনের বাইরে কোন ভাবেই এ টিকা নেওযার সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top