নীলফামারীতে ডিপ্লোমা নার্সদের মানববন্ধন কর্মসূচী পালিত

101010.jpg


একরামুল হক লাবু: প্রতিবাদের ভাষা হিসেবে মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে নার্সদের দাবী আদায়ে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন নার্সিং ইনিস্টিটিউট ঘন্টাব্যাপী নীলফামারীতে মানবন্ধন করেছে। বুধবার (১০ ফেব্রæয়ারী) দুপুরে শহরের স্বাধীনতা স্মৃতি অ¤øান চত্বর চৌরঙ্গী মোড়ে মানব বন্ধনে তারা কারিগরি বোর্ডের কিছু সিন্ধান্ত বাতিলের দাবী তুলে ধরেন। কর্মসূচীতে কারিগরি বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান ও প্লাকার্ড হাতে এ কর্মসূচী পালিত হয়। এসময় এক দফা দাবী হিসেবে বক্তব্যে ডিপ্লোমা নার্সরা বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান সম্মাননা দেওয়ার ষড়যন্ত্র বাতিল করতে হবে। তাদের দাবীর সাথে একমত পোষন করে বক্তব্য রাখেন, নীলফামারী নাসিং ইনিস্টিটিউট এর ইন্সট্রাক্টর সুরাইয়া পারভীন। আরো বক্তব্য রাখেন, ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন নার্সিং ইনিস্টিটিউট নীলফামারী শাখার সভাপতি সাবিনা ইয়াছমিন, সাধারণ সম্পাদক নুরন্নবী জেহাদি ও সাংগঠনিক সম্পাদক আহেদুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top