কিশোরগঞ্জে আগুনে পুড়ে ছাই ১২শ’ মুরগী ছানা

15-12.jpg


কিশোরগঞ্জ প্রতিনিধি:অগ্নিকান্ডে এক দম্পত্তির ১২শ’ মুরগীর বাচ্চাসহ খামারটি পুড়ে ছাই হয়েছে। এছাড়া মুরগীর খাদ্য ২০ বস্তা, ধান ৪ বস্তাসহ খামারটি সম্পূর্ণ অাগুনে পুড়েছে । ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩ লাখ টাকা। ঘটনাটি ঘটেছে গত সোমবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউপি পশ্চিমপাড়া গ্রামে।
প্রত্যক্ষ দশর্ী সূত্রে জানা যায়, রাত ১১ টার দিকে ওই খামারীর মেয়ে আগুন আগুন বলে চিৎকার করে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে নিমেষেই খামারটি পুড়ে যায়। এতে ১২ শ’ মুরগীর বাচ্চা পুড়ে ছাই হয়। এছাড়া বাচ্চাগুলোর ২০ বস্তা খাদ্য, ৪ বস্তা ধানসহ খামারটি পুড়ে ছাই হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লক্ষ টাকা। মোস্তাফিজার ইসলাম দম্পত্তি সম্প্রীতি ২ লক্ষ টাকা ঋণ নিয়ে এ খামার দেয়। অগ্নিকান্ডের খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই দম্পত্তির অভিযোগ পূর্ব শক্রুতার জেরে দুস্কৃতিকারীরা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।
খামারটির মালিক মোস্তাফিজার ইসলামের স্ত্রী লাইলী বেগম জানান, রাত ১১টার দিকে আমার মেয়ে হঠাৎ চিৎকার করতে থাকে আগুন আগুন বলে। ঘর থেকে বের হয়ে দেখতে পাই খামারটিতে আগুন লেগেছে। আগুন নেভাতে নেভাতে সম্পূর্ণ খামারটি পুড়ে যায়। তিনি আরও জানান, বিভিন্ন স্থান থেকে ২লক্ষ টাকা ঋণ নিয়ে এ খামারটি দিয়েছি ঋণ কিভাবে শোধ করবো?
খামারটির মালিক মোস্তাফিজার ইসলাম জানান, স্বপ্নের খামারটি পুড়ে ছাই হল। তার অভিযোগ দুস্কৃতিকারীরা রাতের অন্ধকারে আমার খামারে আগুন লাগিয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, রাতে খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি। অগ্নিকান্ডের ঘটনায় ওই খামারী একটি অভিযোগ দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top