নীলফামারীতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

2-3-750x430-1.jpg


নীলফামারীতে গর্ভবতি মা ও শিশুদের বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
দিনাজপুর জেলার খোলাহাটিস্থ বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের তত্বাবধানে ক্যাম্প পরিচালনা করে ৬৬ পদাতিক ডিভিশন রংপুরের আওতায় ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্স।
বৃহস্পতিবার শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে নেতৃত্ব দেন ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্ণেল হাসমত উল্লাহ খান। চিকিৎসকদের মধ্যে ছিলেন শিশু বিশেষজ্ঞ লে. কর্ণেল আফরোজা আখতার, গাইনি বিশেষজ্ঞ মেজর রাজিয়া সুলতানা, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জারিফ হোসেন খান, ক্যাপ্টেন নুরানী হানফা।
এতে আগত রোগীদের পুষ্টিকর খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়।লে.কর্ণেল হাসমত উল্লাহ খান বলেন, বিভাগের প্রতিটি জেলার দুটি করে উপজেলায় চলতি মাসে এই ক্যাম্প পরিচালনা করা হবে। বিনামুল্যের চিকিৎসা সেবায় চেকআপ, ঔষুধ প্রদান করা হবে রোগীদের।
এছাড়াও গর্ভবতি মায়েদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে কোন পজিটিভ রোগী পাওয়া গেলে তাকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হবে। নীলফামারী ছাড়াও ডোমারে অনুরুপ ক্যাম্পে শতাধিক গর্ভবতি ও শিশুকে চিকিৎসা সেবা দেয়া হয় বলে জানায় শহীদ মাহবুব সেনানিবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top