নীলফামারীতে কৃষকদের কাজ থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু

Amon-Paddy-00001.jpg

সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করেছে নীলফামারী খাদ্য বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকারী খাদ্য গুদাম প্রাঙ্গনে সদরের ল²ীচাপের কৃষক মোশাররফ হোসেনের কাছ থেকে ১মেট্রিক ধান সংগ্রহ করা হয়। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
প্রতি কেজি ধান ২৬টাকা দরে নীলফামারীর ৬টি উপজেলার ১২হাজার ৮০৭জন কৃষকের কাছ থেকে এ ধান সংগ্রহ করা হবে। প্রতিজন কৃষকের কাছ থেকে ১মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আখতার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসানসহ বিভিন্ন এলাকার কৃষকগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top