নীলফামারীতে ১০ টাকার হিসাবধারীদের মাধ্যে ঋন বিতরণ

Bank.jpg

বাংলাদেশ ব্যাংক ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্দেশনায় জনতা ব্যাংক লিমিটেড নীলফামারী শাখার আয়োজনে ২৮টি ব্যাংকের অংশ গ্রহনে বাংলদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় দশ টাকার হিসাবধারীদের মাঝে ঋন বিতরনে সচেতনতা সৃষ্টি ও প্রকাশ্যে ১২০ জন গ্রাহককে প্রায় ৪২ লাখ টাকা ঋন বিতরন করা হয়।

বৃহস্পতিবার সকালে নীলফামারী শিল্পকলা মিলনায়তনে জনতা ব্যাংক লিমিটেড রংপুর এরিয়া অফিসের ডিজিএম মিজানুর রহমানের সভাপতিতে¦ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের ডিজিএম আনোয়ারা আক্তার, বিভাগীয় কার্যালয়ের জিএম শাখাওয়াত হোসেন ও নীলফামারী শাখার ব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন, অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহাজাহান মিঞা, সোনালী ব্যাংক নীলফামারী শাখার এজিএম আব্দুস সুলতান, রাকাব নীলফামারী শাখার জোনাল ব্যবস্থাপক প্রদীপ কুমার দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা প্রানিÍক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ঋন বিতরণ শেষে অংশগ্রহনকারী ব্যাংকারদের ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top