ডিমলা ও কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

Nilphamari-Photo01-02-05-21-1.png


এসএপ্রিন্স ও আহসানুল হক চন্দন ঃ করোনা সংক্রমণের পরিস্থিতিতে নীলফামারীর ডিমলা উপজেলার ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী (ত্রাণ) বিতরণ করা হয়েছে। রবিবার (২ মে) সকাল ১১টায় ডিমলা উপজেলা পরিষদ চত্বরে ৫০জন কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রান শাখার উপ-প্রকৌশলী ফেরদৌস আলম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী হাবলু উপস্থিত ছিলেন।
এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি পাওয়া ১৪০টি উপকারভোগী পরিবারের মধ্যে ৩০ টি উপকারভোগী পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে নিতাই ইউনিয়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া ৩০জন উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top