সৈয়দপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ ঃ যুবক-যুবতীর সাজা ও অর্থদন্ড

images.jpg

সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে একটি আবাসিক হোটেল অসামাজিক কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং এক যুবতীর দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওই কারা ও অর্থদন্ড করেন। এছাড়াও সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ফাইভ স্টার নামের ওই আবাসিক হোটেলটি সীলগালা করে দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত যুবকের হচ্ছে সোহেল রানা ওরফে রওশন আলী (২০) এবং অর্থদন্ডপ্রাপ্ত যুবতী (২১)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে ঘটনার দিন গত বৃহস্পতিবার দুপুরে শহরের নিয়ামতপুরস্থ সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অবস্থিত ফাইভ স্টার আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই হোটেলের একটি কক্ষ থেকে সোহেল রানা ওরফে রওশন আলী এবং এক যুবতীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় আবাসিক হোটেলটি পরিচালনার দায়িত্বে থাকা লোকজন দ্রæত সটকে পড়েন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আবাসিক হোটেলের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে আটক যুবককে সোহেল রানা ওরফে রওশনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও যুবতীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সোহেল রানা ওরফে রওশন আলী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি এলাকার রমজান আলী ছেলে। আর জরিমানাপ্রাপ্ত যুবতী দিনাজপুরের বীরগঞ্জের ভাবকী এলাকার জুয়েলের মেয়ে।
ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top