ডিসেম্বরের মধ্যে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ যোগাযোগ শুরুর তাগিদ

20200916_152644-1.jpg


বিশেষ প্রতিনিধিঃ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। রেল যোগাযোগের ক্ষেত্রে উভয় দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। এছাড়া চিলাহাটি থেকে হলদিবাড়ী পর্যন্ত নতুন লাইনে ভারতের অংশে ১৫০ মিটার নির্মাণ করা হলে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে বলে জানানো হয়।
রেল ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ভারতের সঙ্গে রেল যোগাযোগে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা ও রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে ভারতীয় অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে চলমান প্রকল্পগুলো, বিশেষ করে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন প্রকল্প নিয়ে আলোচনা হয়। চিলাহাটি থেকে হলদিবাড়ী পর্যন্ত নতুন লাইনে ভারতের অংশে ১৫০ মিটার নির্মাণ করা হলে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে। এটি যাতে আগামী ডিসেম্বরের মধ্যে চালু করা যায় সে বিষয়ে রেলপথমন্ত্রী ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

One Reply to “ডিসেম্বরের মধ্যে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ যোগাযোগ শুরুর তাগিদ”

  1. Leia Osteen says:

    Hey, it’s been a proper rollercoaster journey for me,

    but finally I’ve managed to build platform connecting ppl with mobile car valeters (think Uber Eats for car cleaning!). Came upon your site & thought you might like the idea.

    Dw I’m not about to sell you backlinks or a cheap website. lol

    In 2 weeks I’ve launched a full MVP – valeters can accept online bookings & payments (I take an 18% cut). Also I’ve automated free listings for UK valeting companies, already indexed & ranking on Google.

    As a fellow founder, I know you know the challenges with new companies. I’m basically looking to raise £60k for 15% equity to fuel growth.

    If keen, let’s chat more on a call. No pressure tho. Worst case, we can swap founder war stories! Always appreciate advice.

    Thanks for your time mate, I know it’s precious!

    Cheers,
    Jack
    jack@wearepython.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top