নীলফামারীর চিলাহাটী-হলদিবাড়ী রেলপথে চলবে ট্রেন : ব্যবসা-বানিজ্য যাত্রী পরিবহনে উম্মোচন হবে নব দিগন্তের

1010.jpg


এসএপ্রিন্স: দীর্ঘ সাড়ে ৫দশকের প্রতিক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের ১৭ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের চিলাহাটী থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত নব নির্মিত রেলপথে ট্রেন চলাচল। দুই দেশের প্রধানমন্ত্রী ওই দিন সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে মালবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে এ রেলপথের উদ্বোধন করবেন। এ নিয়ে জোরে সোরে চলছে সকল প্রস্তুতির কাজ।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চিলাহাটী-হলদিবাড়ী রুটে রেল যোগাযোগ পুন:চালু করণে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। সভায় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন সরকার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম রাবেয়া আলীম, রেলপথ নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রহিম, পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহসহ রেলপথের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ রেলপথটিকে পুনরায় চালু বাংলাদেশ সরকার ৮০ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে চিলাহাটি রেলস্টেশন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ৬ দশমিক ৭২৪ কিলোমিটার ব্রডগেজ রেলপথ এবং ভারত সরকার ৩১কোটি রুপি ব্যয়ে হলদিবাড়ী রেলওয়ে স্টেশন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ৪দশমিক ৩৪কিলোমিটার রেলপথ স্থাপন করে। ইতোমধ্যে দুই দেশই ওই রেলপথে পরীক্ষামুলক রেলইঞ্জিন ট্রায়াল দেয়।
রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী মালবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে রেল চলাচলের উদ্বোধন করবেন। আগামী স্বাধীনতা দিবসে ঢাকা থেকে হলদিবাড়ী পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন করা হবে। অবিভক্ত ভারতের রেল যোগাযোগের এটিই প্রধান পথ ছিল। পাকিস্তান-ভারত ভাগ হওয়ার পরেও ১৯৬৫সাল পর্যন্ত সেটি চালু ছিল। কলকাতা দার্জিলিং রুটে এ পথে চলাচল করতো ট্রেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যে সোনালি অধ্যায়ের সূচনা করেছে তারই ফলশ্রæতিতে এই রেলপথ পূণরায় চালুর কার্যক্রম শুরু হয়েছে। চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ চালু হওয়ায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় উন্নয়নের দ্বার উম্মোচন হবে।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি, নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল, সংরক্ষিত মহিলা আসনের বেগম রাবেয়া আলিম এমপি, পশ্চিমঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, প্রকল্প পরিচালক আব্দুর রহিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top