নীলফামারীতে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

nilphamari-nirjaton-photo-01.jpg


স্টাফ রিপোর্টারঃ যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন স্বামীর পরিবারের বিরুদ্ধে। রবিবার (২৬ জুলাই) সকালে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বর্ষা প্রামানিক বলেন, বিচারের দাবীতে নীলফামারী সদর থানায় মামলা করেছি। গত আড়াই বছর পূবে আমার সাথে নীলফামারী পৌরসভা এলাকার মার্কাজ মসজিদ পাড়ার আহম্মেদ হোসেন (রতন) এর ছেলে ফয়সাল আহম্মেদ ফাহিমের বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী ও শশুর বাড়ির লোকজন তিন লক্ষ টাকা যৌতুকের জন্য প্রায়ই মারপিটসহ বিভিন্ন ভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করতো এবং গত ১৮ই জুলাই আমার উপড় যৌতুকের জন্য পরিকল্পিত ভাবে পূর্ণরায় স্বামীর পরিবারের লোকজন নির্যাতন চালায়। এক পর্যায়ে শশুড়বাড়ীর লোকজন জোরপূর্বক চুল কাটা মেশিন দিয়ে আমার মাথা ন্যাড়া করে দেয় এবং আমার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তিনদিন ঘরে বন্দি করে রাখেন।
বর্ষা আরো জানান, আমার নির্যাতনের দায় এড়ানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মারপিটের অভিযোগ দিয়ে থানায় মামলা দায়ের করেন। আমার নির্যাতনের বিষয়টি আমার পরিবার জানতে পেরে আমাকে তাদের হাত থেকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। এহেন অমানুষিক নির্যাতনের বিচার চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠ বিচারের জন্য হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top