সৈয়দপুরে পোনা মাছ অবমুক্ত ও মাছ চাষের উপকরণ বিতরণ

saidpur-photo-26-07-2020.jpg


সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদ্যাপন উপলক্ষে পোনা মাছ অবমুক্ত ও মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার(২৬জুলাই) সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্র্যালয়ের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত এবং মাছের চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠানের করা হয়।
“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসিম আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সানী খান মজলিস, মৎস্য বীজ উৎপাদনের খামারের খামার ব্যবস্থাপক জেসমিন নাহার বেগম, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার হাওয়া খাতুন, সহকারি মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায়, ক্ষেত্র সহকারি আব্দুল কাদের, মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের ক্ষেত্র সহকারি আনারুল হকসহ সফল মৎস্য চাষী ও খামারিরা উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় সৈয়দপুর উপজেলা তিনজন মৎস্য চাষী/সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য চাষী /সুফলভোগীদের হাতে ওই উপকরণ সামগ্রী তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top