ডোমার সাব-রেজিষ্টারের বদলির দাবীতে দলিল লেখকদের কলম বিরতি

domar-pic-1-scaled.jpg


ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার সাব-রেজিষ্টার শিরিনা আখতারের বদলীর দাবীতে দলিল লেখক সমিতি কলম বিরতি শুরু করেছে।
সোমবার সকাল থেকে ডোমার সাব-রেজিষ্টার অফিস চত্বরে এ কলম বিরতি পালন করছে। দলিল লেখক সমিতির সভাপতি নাসিমুল একরাম সুমন জানান,সরকারি নির্ধারিত ফি বাদে অতিরিক্ত টাকা আদায়,দলিল লেখকদের সাথে অসাদাচরণ,নিবন্ধনের অপেক্ষায় থাকা দলিল এজলাসে রেখে চলে যাওয়া,সরকারী ছুটির সঙ্গে মিলিয়ে আগের দিন ও পরের দিন ছুটি নেয়া,দলিলে সামান্য ভূলে এজলাসের মধ্যে দলিল ছুরে মারা ও সঠিক সময় অফিসে না আসার কারনে আমরা দলিল লেখকরা সাব-রেজিষ্টারের বদলির দাবীতে কলম বিরতি পালন করছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতি চলবে।
এ ব্যাপারে সাব-রেজিষ্টার শিরিনা আখতার বলেন,দলিল লেখকদের সাথে খারাপ আচরণ করার প্রশ্নই উঠেনা। এ অফিসে সপ্তাহে তিনদিন দলিল সম্পাদন হলেও আমি সপ্তাহে ৫কর্মদিবস অফিসে থাকি। অফিসে সরকারী ফি’র বাইরে অতিরিক্ত কোন টাকা নেয়া হয়না।তিনি বলেন, দলিল দাতা-গ্রহিতারা পরবর্তীতে ঝামেলায় না পড়ে সে কারনে আইনের নিয়ম মেনে সঠিক কাগজপত্র ছাড়া দলিল সম্পাদন না করায় তারা এসব মিথ্যা অভিযোগ তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top