ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়ালো।

bdef6bfb-1c6a-4b34-9f58-98f79593b43b_19dab96b.jpg

এস.এম.আহসান হাবীব বাবু।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ৪২ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৬৩ জন। এ নিয়ে ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়ালো।

শনিবার সংবাদ মাধ্যম আল-জাজিরার এক লাইভ আপডেটে এ তথ্য জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৪ হাজার ১২ জন নিহত হয়েছেন। এসময়ে আরো ৭৬ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন। ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জনে। এছাড়াও গাজায় কয়েক ডজন ইসরায়েলি নাগরিক বন্দী রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের কনস্যুলেটে হামলার জবাবে ইসরাইলে হামলা চালায় ইরান। এর প্রতি উত্তরে ইসরায়েল ইরানের পারমাণবিক প্রকল্পের জন্য আলোচিত শহর ইসফাহানে হামলা চালিয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি। এমন পরিস্থিতিতে গাজায় মৃতের সংখ্যা ছাড়ালো ৩৪ হাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top