হাসপাতালে আসা রোগীদের নিজের পরিবারের সদস্য ভেবে সেবা দিতে হবে-স্বাস্থ্য মহাপরিচালক

Nilphamari-pic-27.png

এসএপ্রিন্সঃ
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম রংপুর বিভাগের ৭ জেলার পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৯টায় নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতালে জিন এক্্রপার্ট মেশিনে করোনা ভাইরাস(কোভিড-১৯) সনাক্তকরণ পরীক্ষার শুভ উদ্বোধন করেন।
এরপর জেনারেল হাসপাতালের সন্মেলন কক্ষে হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মোতাহারুল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ জেড এ সিদ্দিকী, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ রবিউল ইসলাম শাহ, সহকারী অধ্যাপক(শিশু) ডাঃ দীলিপ কুমার রায়, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মেজবাহুল হাসান চৌধুরী ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অমল রায়, সিনিয়র কনসালটেন্ট(মেডিসিন) ডাঃ রেজাউল করিম, গাইনী কনসালটেন্ট ডাঃ ওবায়দা নাজনিন মুক্তা, নাসিং সুপার ভাইজার কল্পনা রানী দাস প্রমূখ।
ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, হাসপাতালে আসা রোগীদের নিজের পরিবারের সদস্য ভেবে সেবা দিতে হবে। হাসপাতালে কর্মরত সকলকেই আরো আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে। সকল যন্ত্রপাতি সচল রাখতে হবে। সিজারিয়ান ও স্বাভাবিক ডেলেভারীর ওটি ২৪ ঘন্টাই প্রস্তুত রাখতে হবে।
মতবিনিময় শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর উদ্যোগে এবং সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত “জীবীতের চেয়ে অধিক জীবিত তুমি” স্মরনিকা বিতরণ করা হয়। সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবিরসহ ৬টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা স্মরনিকাটি গ্রহন করেন।
মহাপরিচালকের সফর সঙ্গী ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যুগ্মসচিব জাহাঙ্গীর হোসেন, এমআইএস এর পরিচালক প্রফেসর ডাঃ মিজানুর রহমান, এআইএস এর উপপরিচালক ডাঃ শাহ মোঃ জসিম উদ্দীন, সহকারী পরিচালক(সমন্বয়) ডাঃ এবিএম শামসুজ্জামান, ঢাকার সিভিল সার্জন ডাঃ মোঃ মইনুল হক, জনসংযোগ কর্মকর্তা আক্কাস আলী, মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা মইন উদ্দীন, ডাঃ মোঃ আদনান খান, ডা মোঃ আরমান হোসেন রনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top