সৈয়দপুরের ভূমিহীনদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী

IMG_20210120_131245-768x395-1.jpg


ডেস্ক ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (২৩ জানুয়ারি) ৬৯ হাজার ৯০৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। দেশব্যাপী বিভিন্ন জেলা-উপজেলায় ভূমি ও গৃহহীনদের মাঝে এসব ঘর বিতরণ করা হবে।

উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চারটি ‍উপজেলার ভূমিহীনদের সাথে সংযোগ হবেন। এরমধ্যে রংপুর বিভাগের সৈয়দপুর উপজেলার কামারপুকুর আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া ভূমিহীনদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন তিনি। নীলফামারী জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, সরকারী খাস জমিতে ‘জমি নেই, ঘর নেই’ এমন পরিবারের জন্য তৈরী করা হয়েছে এসব ঘর। প্রতিটি ঘরে দুটি শয়ন কক্ষ ছাড়াও থাকছে একটি করে বারান্দা, রান্না ঘর ও বাথরুম। পানির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সংযোগ দেয়া হয়েছে বিদ্যুত। প্রতিটি ঘর তৈরীতে ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। দৃষ্টি নন্দন লাল-সবুজ রংয়ের এই ঘরগুলো এখন গৃহহীন মানুষের স্বপ্ন পূরণের সারথী।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ জানান, কামারপুকুর ইউনিয়নের ৩৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রথম দিন থেকে বিদ্যুত সুবিধা পাবে। নিজবাড়ি আশ্রয়ণ প্রকল্পটি বাজার সংলগ্ন হওয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পুকুরে গোসলের জন্য ঘাট নির্মানের পাশাপাশি মসজিদ ও কমিউনিটি সেন্টার গড়ে তুলে এসব পরিবারের লোকজনদের কারিগরী শিক্ষার আওতায় নেয়া হবে।

নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, প্রথম ধাপে নীলফামারী জেলার ৬৩৭ জন ভূমিহীন ও গৃহহীন মানুষ পাচ্ছেন স্বপ্নের ঠিকানা। দীর্ঘদিন পর কাঙ্খিত ঠিকানা পাওয়ার উচ্ছাস এখন সবার মনে। প্রধানমন্ত্রী ২৩ জানুয়ারী সারাদেশের আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন। এ দিন দেশের চারটি উপজেলার মধ্যে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আশ্রয়নে আশ্রয় পাওয়া মানুষদের সাথে সরাসরি কথা বলবেন তিনি।

রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঞা বলেন, রংপুর বিভাগের ৮ জেলার ৯ হাজার ১৬৫ ভূমিহীন পরিবারকে দুই শতক জমির দলিলসহ ঘর প্রদান করা হচ্ছে মুজিব জন্মবার্ষিকীতে। এর মাধ্যমে তারা যেমন নিজেদের মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে, তেমনি তারা উপার্জনের পথও খুঁজে পাবে। অপরদিকে জন্মদিনে মহাধুমধাম না করে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীণদের আশ্রয় দিয়ে তাদের মাঝেই আনন্দ খুঁজে নিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top