নীলফামারী সদরের গোড়গ্রামে সড়ক অবরোধ

Nil-Tran-Bikhob-Pic-1-26.04.2020.jpg


স্টাফ রিপোর্টারঃ নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে ত্রাণের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গোড়গ্রাম ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া, অসহায় ও দুস্থ্য মানুষেরা। তাদের অভিযোগ দেশের সরকার ঠিকই ত্রান দিচ্ছেন। কিন্তু গোড়গ্রামের জনপ্রতিনিধিরা নিজেদের আত্মীয় স্বজনদের নামে নামে ত্রান তুলে আত্মসাত করছে।
তাই তারা অতিদ্রুত ত্রাণ সামগ্রী তাদের মাঝে বিতরণের দাবিতে গতকাল শনিবার (২৫ এপ্রিল) তিন ঘন্টাব্যাপী বড়াইবাড়ীতে নীলফামারী থেকে নীলসাগর যাওয়ার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কর্মহীন হয়ে পড়া, অসহায় ও দুস্থ মানুষরা।
সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বড়াইবাড়ীতে নীলফামারী থেকে নীলসাগর যাওয়ার প্রধান সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। নীলফামারীর সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের তিন শতাধিক মানুষ অবরোধে অংশ নেয়। এতে সড়কের উভয় দিকে ওষুধবাহী, পণ্যবাহী ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর গাড়িসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা সড়ক অরোধ করে রাখা হয়।
রাস্তা অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেন। তিনি তালিকা তৈরি করে অবিলম্বে ত্রাণ বিতরণের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়।
এছাড়া নীলফামারীর সদর উপজেলার চেয়ারম্যান শাহিদ মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের তালিকা তৈরি করে ত্রান দিবে মর্মে প্রতিশ্রুতি প্রদান করে। এসময় নাম প্রকাশে একজন ব্যক্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদকে বলেন, গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম যদি এ প্রতিশ্রুতি আগে দিত তাহলে আমরা এতক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতাম না। চেয়ারম্যান এসেই বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এছাড়াও উপস্থিত বিােভকারীরা বলেন যে কোন কাজ করতে গেলে টাকা ছাড়া কাজ করে না।
গোড়গ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরফীন ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আমাদের দিকে কোন নজর নেই গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম। তিনি তাদের এলাকায় ত্রান দিলেও ৭ ও ৯ নং ওয়ার্ডে তেমন ত্রাণ দেয় নাই। বাধ্য হয়ে আমরা আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছি। আমরা রাজনীতি করি, আমাদের কাছে ২/৪জন আসে তাদের কথা চেয়ারম্যানকে বললে, কোন ত্রাণ দেন নাই। এছাড়াও তিনি বলেন, আজকে রাস্তা অবরোধ ও বিক্ষোভ অংশ নেওয়ায় আমাদের বিভিন্ন ব্যক্তি হুমকি দিচ্ছে।
গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, যে ত্রাণ এসেছে তা আমি সুষ্ঠু ভাবে বন্টন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে ২০০০ হাজার তালিকা তৈরি করা হয়েছে তা যদি এতদিন দেওয়া হতো তাহলে আজ রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করতো না এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top