কীভাবে শুরু হলো রেলওয়ের ৫৭টি টয়লেটের সংস্কার কাজ, জানে না কেউ

Rall-SS.jpg

টেন্ডার ছাড়াই নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানার ৫৭টি টয়লেট সংস্কারের কাজ শুর হয়। কোন প্রতিষ্ঠান, কীভাবে, কত টাকার কাজ এবং কতগুলো টয়লেটের কাজ করছে এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ কিছুই বলতে পরে না। এ ব্যাপারে জানতে চাইলে একে অপরকে দেখিয়ে দেন।
অন্যদিকে টয়লেটগুলো সংস্কার না হওয়ায় ও তালাবদ্ধ থাকায় অসুবিধায় পড়েছেন কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ সংস্কার হওয়ার পরও ১৬টি টয়লেট প্রায় ৩ মাস ধরে তালাবদ্ধ। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছে কারখানায় কর্মরতরা। এ নিয়ে শ্রমিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলেও তারা কর্তৃপক্ষকে কিছু বলতে পারছে না।
ভুক্তভোগীরা জানায়, প্রায় ৩ মাস আগে টেন্ডার ছাড়াই টয়লেটগুলোর সংস্কার শুরু হয়। এরপর অদৃশ্য কারণে তা (কাজ) বন্ধ হয়ে যায়। এর ফলে ক্যারেজ শপ, সিঅ্যান্ডডাব্লু শপসহ কয়েকটি শপের শ্রমিকরা টয়লেট ব্যাবহার নিয়ে বিপদে পড়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্ববধায়ক (ডিএস) জয়দুল হক বলেন, ‘সংস্কারের বিষয়টি বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) আহসান উদ্দিন জানেন।’ কত টাকার কাজ, কতগুলো টয়লেট, ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম কী? জানতে চাইলে তিনি (ডিএস) কোনও তথ্যই দিতে পারেনি।
এ ব্যাপারে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) আহসান উদ্দিন বলেন, ‘রেলওয়ে কারখানার টয়লেট সংস্কারের বিষয়ে আমার কিছুই জানা নেই। ডিএস এসব ব্যাপারে ভালো বলতে পারবেন। তাছাড়া বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি রক্ষণা-বেক্ষণের জন্য কর্তৃপক্ষ যে কোনও ধরণের সংস্কার কাজ করে থাকেন। তারা এ সংক্রান্ত তথ্য দিতে পারবে। তবে টয়লেট সংস্কারের কাজ টেন্ডারের মাধ্যমে করা হয়নি। এ কারণেই আমাদের কাছে কোনও তথ্য নেই।’
বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি রক্ষণা-বেক্ষণ কর্তৃপক্ষ সৈয়দপুর রেলওয়ে শাখার ইনচার্জ তহিদুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘কারখানার ভেতরে টয়লেট সংস্কারের কাজ সম্পর্কে ডিএস স্যারই ভালো জানেন। আমি কিছুই বলতে পারবো না।’ টেন্ডার ছাড়া টয়লেট সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষের কেউ সঠিক তথ্য দিতে পারেননি। তারা সবাই নিজেদের দায়িত্ব এড়িয়ে, একে অপরকে (পারস্পরকে) দেখিয়ে দেন।
উল্লেখ্য, প্রায় কোটি টাকা ব্যয়ে ৫৭টি টয়লেট সংস্কারের কাজ শুরু করা হয়েছিল। এক্ষেত্রে টেন্ডার না দিয়ে ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে কাজ দেওয়ায় অন্য ঠিকাদারের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যার ফলে বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসায় টয়লেট গুলোর সংস্কার কাজ থামিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top