কিশোরগঞ্জে ভারী বর্ষণে পাকা সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন : সহা¯্রাধিক বাড়ীঘড় জলমগ্ন

kishorgonj.nilphamari.27.09.2020-scaled.jpg


কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ শনিবারের লাগাতার ভারী বর্ষণে কিশোরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার সাথে সংযোগ দুটি পাকা সড়ক সম্পূর্ণ ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন জায়গায় কালভার্টের দু’পাশের মাটি সড়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অনেক স্থানে পাকা সড়কের দু’ধার ভেঙ্গে গেছে। ভারী বর্ষণে কিশোরগঞ্জ উপজেলার সহা¯্রাধিক বাড়ীঘড় জলমগ্ন হয়ে হয়েছে। আকস্মিক ঝড়ে ৩৪টি ঘর-বাড়ি তছনছ হয়েছে। তলিয়ে গেছে ১শ’ ৭৬ হেক্টর ধান, শাকসবজি। ভেসে গেছে প্রায় ১০ হেক্টর পুকুরের মাছ। শনিবার থেকে রবিবার পর্যন্ত সর্বকালের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
নিতাই ইউনিয়নের কাছারী বাজার থেকে তারাগঞ্জ সড়কের ফুলবাড়ী-দোলাপাড়ায় রাস্তা ভেঙ্গে পড়ায় তারাগঞ্জের সাথেও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ী টু কিশোরগঞ্জ সড়কের পাকা রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় নগরবন্দ, সরঞ্জাবাড়ী, দোলাপাড়া গ্রামের লোকজনের কিশোরগঞ্জের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিতাই ইউনিয়নের চানসাপাড়ায় কালভার্টের দু’সাইটের মাটি পানিতে ভেসে যাওয়ায় ৩শ’ পরিবারের চলাচল ব্যাহত হয়েছে। কিশোরগঞ্জ থেকে নিতাই ইউনিয়ন পরিষদ যাওয়ার রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় গাড়ী চলাচল বন্ধ রয়েছে। এদিকে বাহাগিলী ইউনিয়নের বসুনিয়াপাড়ায় আছলামের বাড়ির কাছে রাস্তা ভেঙ্গে পড়ায় কেল্লাবড়ীর সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ওই ইউনিয়নের সন্নাসীপাড়া, বসুনিয়াপাড়া, নান্নুর বাজার, ফকির পাড়ার বিভিন্ন স্থানে রাস্তা ভেঙ্গে পড়েছে। বড়ভিটা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বুল্লাই নদীর উপরে নির্মিত ব্রীজটির দু’ ধারে মাটি সরে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।
ভারী বর্ষণে কিশোরগঞ্জ উপজেলার সহা¯্রাধিক বাড়ীঘড় জলমগ্ন হয়ে হয়েছে। বড়ভিটা ইউনিয়নের দলবাড়ি গ্রামে ১শ’ ৫০ ঘর বাড়ি, মাগুড়া দোলাপাড়ায় ২শ’ ঘর বাড়ি, চাঁদখানা ইউনিয়নের গুচ্ছগ্রামে ১শ’ পরিবার, রনচন্ডী ইউনিয়নের বদি, কিসামত, বাফলা গ্রামে ১শ’ পরিবার, পুটিমারী ইউনিয়নের ধাইজান গ্রামে ১শ’ পরিবার পানিতে তলিয়ে গেছে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানান। এছাড়া অন্যান্য ইউনিয়নে নীচু এলাকার বাড়ীঘড় জলমগ্নতার সংবাদ পাওয়া গেছে।
গত ক’দিন ধরে টানা বর্ষণ ও গত শনিবার রাতের রেকর্ড পরিমাণ বর্ষণে উপজেলার ৯টি ইউনিয়নের ১৭৬ হেক্টর জমির ধান ও সবজি ফসল পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে উপজেলার ৯টি ইউনিয়নের ১০ হেক্টর পুকুরের সম্পূর্ণ মাছ ভেসে গেছে। এতে ৩০ লক্ষ টাকার মাছ ভেসে গেছে বলে জানা গেছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর ও চাঁদখানা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে চাঁদখানা ইউনিয়নের বোর্ডঘর পাড়ার ২৬টি বাড়ি ও সদর ইউনিয়নের ছকিরপাড়া গ্রামে ৮টি বাড়ি তছনছ হয়েছে। রবিবার দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত, চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান।
উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম জানান, ঝড়ের কবে কিছু ঘর বাড়ি পড়ে গেছে। অতি বর্ষণে ভেঙ্গে পড়া রাস্তা ঘাট পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
রংপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, শনিবারের পূর্বদিন পর্যন্ত সর্বোচ্চ ২শ’৫০ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড ছিল। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত ৪শ’৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এটি এ বছরের মধ্যে রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top