সৈয়দপুর দহলা ব্রীজের পানির প্রবাহ স্বাভাবিক করতে মতবিনিময় সভা

received_866175138462535.jpeg


নীলফামারী সৈয়দপুর পৌরসভার নতুন বাবু পাড়া( ইদগাহ এলাকা) পানিবন্দি বাসিন্দারা দহলা ব্রীজের পানির প্রবাহ স্বাভাবিক করতে আজ ৩ অক্টোম্বর মঙ্গলবার বিকেল ৫ টার সৈয়দপুর পৌরসভা মেয়র রাফিকা আক্তার জাহান এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় উপস্হিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব মো মহসীনুল হক, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো আব্দুল খালেক সাবু, ১০, ১১ ও ১২ নং মহিলা ওয়ার্ড কাউন্সিল আফরোজা মন্জু, , ৭, ৮ ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সাবিনা ইয়াসমিন ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ, সৈয়দপুর সিটি আন্দোলনের আহবায়ক তামিম রহমান সহ অনেকে।
হাজার হাজার হেক্টর ধানের জমি নষ্ট হয়ে গেছে,শত শত মানুষ পানি বন্দি হয়ে আছে। কিছু কতিপয় ভূমিদস্যু রেলের জমিতে পুকুর বানিয়ে বড় বড় পাড় দিয়ে মাছ চাষ করতেছে। ফলে পানি বের হতে পারতেছে না।

এর আগে হাজি কলেনী ঈদগাহ মাঠে মত বিনিময় সভা অনুষ্টিত হয়। মত বিনিময় সভায় আগামী ৭ দিনের মধ্যে যদি সমাধান না কনা হয় তাহলে কঠোর তম আন্দোলনের যাবার ঘোষনা দেন স্হানীয় কৃষকরা।

উল্লেখ্য যে, পানির স্বাভাবিক প্রবাহে বাধা প্রদানকারী অবৈধ পুকুর পাড় ভেঙ্গে দেওয়া ও নালা খননের জন্য দহলা ব্রীজের উপর গত ২৭ ই সেম্টেম্বর বুধবার সকাল ১০ টায় ২ ঘন্টা সড়ক অবরোধ , মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top