নীলফামারীতে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত


স্টাফ রির্পোটারঃ “মা ও শিশু জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নীলফামারীতেও শনিবার সকালে র‌্যালী ও আলোচনা সভা মধ্যদিয়ে পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ল্যাম্ব প্ল্যান স্কোর প্রোজেক্টের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস চত্তর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ কামরুজ্জামান, স্যানেটারী ইন্সেপেক্টর দুলাল হোসেন, ল্যাম্ব প্ল্যান স্কোর প্রোজেক্টের টেকনিকাল কো-আর্ডিনেটর জাহেদুল হক, জানো প্রকল্পের ম্যানেজার-কেপাসিটি বিল্ডিং আনিসুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top