নীলফামারীতে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

20.01.22.jpg


স্টাফ রিপোর্টারঃ নীলফামারী পৌরসভাসহ চারটি ইউনিয়নের ২০জন নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে।
নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আওতায় ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহযোগীতায় পল্লী শ্রীর আয়োজনে পল্লী শ্রীর অফিস হল রুমে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা যুব উন্নয়নের উপ-সহকারী পরিচালক শামসুল ইসলাম, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাহানাজ বেগম ও প্রোগ্রাম ফেসিলিটেটর নার্গিস বেগম।
নীলফামারী পৌরসভা ও চারটি ইউনিয়ন যথাক্রমে পলাশবাড়ী, কুন্দুপুকুর, চড়াইখোলা, ইটাখোলা ইউনিয়নের ২০জন বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে অংগ্রহনকারীদের মাঝে একটি করে ব্যাগ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top