নীলফামারীর বিজিবি কর্তৃক ভারতীয় ঔষধ কসমেটিকস জব্দসহ আটক ৪

Press-Release-Pic.jpg


স্টাফ রিপোর্টারঃ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় যথাক্রমে নীলফামারী ও পঞ্চগড় জেলার সীমান্ত অংশে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, অবৈধ মাদক পাচার/গরু চোরাচালানী প্রতিরোধকল্পে অত্যন্ত সতর্ক প্রহরা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে অধিকতর স্পর্শকাতর স্থান সমূহ চিহ্নিত পূর্বক সিভিল সোর্স, গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় সার্বক্ষনিক নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যদের বিশেষ আভিযানিক দল গত ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ সীমান্ত পিলার ৭৭৩ এমপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ডানাকাটা নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবির আভিযানিক টহল দল কর্তৃক আসামী শ্রী তুলশী বর্মন (৩৭), পিতা-ভেকদল বর্মন, গ্রাম-দক্ষিণ বঠিনা, ডাকঘর-ফাঁড়াবাড়ী, থানা ও জেলা-ঠাকুরগাঁও, শ্রী প্রদীপ বর্মন (২৩), পিতা-কালিবাবু, গ্রাম-কচুবাড়ী, ডাকঘর-আউলিয়াপুর, থানা ও জেলা-ঠাকুরগাঁও, হারুন অর রশিদ (২৬), পিতা শমসের আলী, গ্রাম-৪ নং বড়গা ইউনিয়ন চামেশ্বরী, ডাকঘর-চৌধুরীহাট, থানা ও জেলা-ঠাকুরগাঁও ও নুরুজ্জামান (মানিক) (৩৫), পিতা মৃত খলিলুর রহমান, গ্রাম-পন্ডিতপাড়া, ডাকঘর-ফাঁড়াবাড়ী, থানা ও জেলা-ঠাকুরগাঁও’দেরকে একটি মাইক্রোবাস, ৫টি মোবাইল ফোন, বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস এবং ভারতীয় ঔষধসহ আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৬,৭৭,১৫০/- (ষোল লক্ষ সাতাত্তর হাজার একশত পঞ্চাশ) টাকা। আটককৃত আসামীদের এবং উদ্ধারকৃত আলামতসমূহ পঞ্চগড় জেলায় বোদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top