নীলফামারীতে সাবেক মন্ত্রী খয়রাত হোসেনের নামে সড়ক উম্মোচন

1059.jpg


এসএপ্রিন্সঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর, ভাষা সৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী প্রয়াত খয়রাত হোসেনের নামে নীলফামারীর জেলা পরিষদ সংলগ্ন নতুনবাজার যাওয়ার পাকা সড়কের নাম ফলক উম্মোচন করা হয়েছে। সোমবার(২৯ জুন/২০২০০ বিকালে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এর আন্ষ্ঠুানিক উদ্ধোধন করেন। জেলা প্রশাসনের আয়োজনে উক্ত সড়কের নামকরন করা খয়রাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) রবিউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর ইউএনও এলিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রয়াত খয়রাত হোসেনের ছেলে হাসনাত বিন খয়রাত ও নাতী নাতনী যথাক্রমে ইমরান বিন হাসনাত, নাইয়াব বিনতে হাসনাত ও ডাঃ রাইয়ান বিন হাসনাত।
উল্লেখ যে, খয়রাত হোসেন ১৯০৯ সালে ১৪ নবেম্বর নীলফামারীর বেড়াকুঠি গ্রামে জন্মগ্রহন করেন। তার বাবা হাজী হেদায়েত উল্লাহ। ১৯৪৪ সালে তিনি নীলফামারী অঞ্চলের এমএলএ নির্বাচিত হন। ১৯৫৬ সালে যুক্তফ্রন্ট মন্ত্রীসভা গঠন করা হলে তিনি খাদ্য, কৃষি ও পশুপালন মন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। তিনি আওয়ামী মুসলিমলীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ছিলেন ও আওয়ামী লীগের হয়ে একাধারে নৌকা প্রতিক নিয়ে তিনবার এমপিও নির্বাচিত হন। বঙ্গবন্ধুর হাত ধরে তিনি তার রাজনীতি জীবনে ৫২ ভাষা আন্দোলন ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সংগঠন ছিলেন। এরপর জটিল রোগে আক্রান্ত হয়ে ১৯৭২ সালের ১০ মার্চ তিনি নীলফামারী শহরের বাসভবনে মৃত্যু বরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top