ডোমারে আগুনে ৫৬ ঘর পুড়ে ছাই

Domar-AGUN.jpg

নীলফামারীর ডোমারে আগুনে ৫৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া গ্রামে এই আগুন লাগার ঘটনা ঘটে।
হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, রবিবার ভোর রাতে পশ্চিম হরিণচড়া গ্রামের জিতেন চন্দ্র রায়ের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ওই এলাকায় চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘর, আসবাবপত্র, গরু-ছাগল, ধান, চাল, নগদ টাকাসহ প্রায় ৭৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। এ ঘটনায় ১৮টি পরিবার ছেলেমেয়ে পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।
নীলফামারী অগ্নিনির্বাপক কেন্দ্রের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, ‘খবর পেয়ে, ডোমার ও নীলফামারী সদরের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top