নীলফামারীতে ৯টি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন

Jaul...02.jpg

নীলফামারী সদর উপজেলা বিএনপির অধীনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচীবসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন সদর উপজেলা বিএনপির আহবায়ক রাহেদুল ইসলাম দোলন ও সদস্য সচীব এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল।
শনিবার(৭সেপ্টেম্বর) রাত ৮টায় শহরের পৌরমার্কেস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলার ৯টি ইউনিয়নের নেতাকর্মীদের সামনে ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়। ইউনিয়ন কমিটির সদস্যরা হলেন, সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আহবায়ক শহিদুল ইসলাম ও সদস্য সচীব গোলাম সারওয়ার ভুট্টু, গোড়গ্রাম ইউনিয়নের আহবায়ক মোজাফ্ফর হোসেন ও সদস্য সচীব মতিউর রহমান, খোকশাবাড়ী ইউনিয়নের আহবায়ক শহিদুল ইসলাম মাষ্টার ও সদস্য সচীব মজনু সরকার, পলাশবাড়ী ইউনিয়নের আহবায়ক বাবু জগদিশ চন্দ্র রায় ও সদস্য সচীব একেএম নজরুল ইসলাম, টুপামারী ইউনিয়নের আহবায়ক সাইয়েদুর রহমান মজনু চৌধুরী ও সদস্য সচীব আব্দুল হাই মাসুম, কচুকাটা ইউনিয়নের আহবায়ক আবু তাহের ও সদস্য সচীব আব্দুল মান্নান বুলু, কুন্দপুকুর ইউনিয়নের আহবায়ক আবু হোসেন ও সদস্য সচীব আখতারুজ্জামান আখতার, চড়াইখোলা ইউনিয়নের আহবায়ক জাকির মোল্লা ও সদস্য সচীব নাজমুল শেখ, লক্ষিচাপ ইউনিয়নের আহবায়ক আকবর আলী মেম্বার ও সদস্য সচীব আব্দুল ওহাব। আগামী ১৫দিনের মধ্যে ওয়ার্ড কমিটি পূর্ণ গঠনের মাধ্যমে গনতান্ত্রিক পন্থায় পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top