ডাক্তারের করেনা ভাইরাস সন্দেহে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা হাসপাতাল ও আশপাশ এলাকা লকডাউন

Photo-Kishoreganj-07.04.2020.jpg


বিশেষ প্রতিবেদকঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা হাসপাতাল চত্বর ও হাসপাতাল থেকে স্থানীয় শহীদ মিনার এলাকা পর্যন্ত সন্ধ্যা ৬টায় লকডাউন করা হয়েছে। কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারের শরীরে করোনা ভাইরাস পজেটিভ সন্দেহে এ লাকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারের কয়েকদিন ধরে করোনা ভাইরাসের লক্ষণ (জ্বর, সর্দি ও কাশি) ছিল। ৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর ওই চিকিৎসকের শরীরে করোনা সন্দেহে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী স্থানীয় শহীদ মিনার এলাকা পর্যন্ত লকডাউন করা হয়। এ এলাকার আশপাশের বাড়িগুলোতে বসবাসরত বাসিন্দাদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ এবং অফিসার ইনর্চাজ এম হারুন অর রশীদ জানান, উপজেলা হাসপাতাল চত্বর ও হাসপাতাল থেকে স্থানীয় শহীদ মিনার পর্যন্ত লগডাউন করা হয়েছে। আশপাশের বাড়িগুলোতে বসবাসরত বাসিন্দাদের চলাচলে নিষেধাজ্ঞাও জারি করার কথা স্বীকার করে বলেন, এখনও রিপোর্ট আসেনি। নমুনার রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top