অপেক্ষা না করে নীলফামারীতে পাড়াবাসীই জারি করল লকডাউন

Nilphamari-Lockdown-01.jpg


স্টাফ রিপোর্টারঃ প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নীলফামারী জেলা শহরের একাধিক পাড়া-মহল্লা সকল সড়ক স্বেচ্ছায় ‘লক ডাউন’ করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে নীলফামারী পৌর শহরের শাহীপাড়ায় প্রবেশের প্রধান সড়কসহ পাড়াটির সকল অলিগলির সড়ক পথ বন্ধ করে দিয়ে লকডাউন ঘোষণা করে।
এরপর পরই একই ভাবে শহরের জুম্মাপাড়া, বাবুপাড়া আলমগীরের মোড়, শান্তিনগর মহল্লাবাসি নিজ নিজ পাড়ার রাস্তাঘাট লকডাউন ঘোষনা করেন।
এসব এলাকায় বসবাসকারীরা জানান, শহরের প্রধান সড়কে পথচারী ও যানবাহন চলাচল সীমিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু সেই বাধা অতিক্রম করতে পথচারী ও বিভিন্ন যানবাহন পাড়া-মহল্লার সড়ক ব্যবহার ব্যবহার করে চলাচল করছে। এতে করোনা সংক্রমনের ঝুঁকিতে পড়ছে এলাকায় বসবাসকারীরা। তাই করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে সোমবার বিকেলে এলাকাবাসী একত্রিত হয়ে পাড়ার প্রধান সড়কসহ অলিগলির সড়ক গুলো বন্ধ করে দিয়ে সড়কগুলো লকডাউন ঘোষণা করা হয়। পাশাপাশি প্রবেশ পথে জীবানু নাশক রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে কেউছ প্রবেশ করতে চাইলে জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে হবে। একইভাবে পাড়ার কেউ বাইরে গেলেও ফিরে আসার সময় জীবানুমুক্ত হবেন।
এবিষয়ে জুম্মাপাড়ার বাসিন্দা নাঈম শাহরিয়ার পিউ (৪০) বলেন,‘জেলা শহরের প্রধান সড়কসহ অন্যান্য সড়কে পথচারী ও যানবাহন চলাচল সীমিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে আমাদের পাড়ার সড়ক দিয়ে অযাচিত লোকজনের ও বিভিন্ন যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। এতে করোনা সংক্রমণ ছড়ানোর ভয় থাকে। করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে এবং নিজেদেরকে রক্ষার জন্য পাড়ার প্রধান সড়কসহ অলিগলির সড়ক বন্ধ করে পাড়াটি ‘লকডাউন’ ঘোষণা করেছি আমরা এলাকাবাসী।’
অপর দিকে শাহীপাড়ার বাসিন্দা এসএপ্রিন্স (৪০) বলেন,‘আমরা নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওই সিদ্ধান্ত নিয়েছি। পাড়ায় প্রবেশের প্রত্যেকটি সড়ক বন্ধ করায় পাড়ায় বহিরাগত মানুষের আগমন রোধ হয়েছে। এলাকাবাসী জরুরী প্রয়োজনে সড়কে পায়ে হেঁটে চলাচল করছে।’
তিনি আরো জানান,‘ সড়ক বন্ধের পাশাপাশি প্রবেশ পথে জীবানু নাশক রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে কেউ প্রবেশ করতে চাইলে জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে হবে। একইভাবে পাড়ার কেউ বাইরে গেলেও ফিরে আসার সময় জীবানুমুক্ত হবেন। এছাড়াও পাড়ার বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে অনুরোধ করা হয়েছে অতি প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘর থেকে বাহিরে না বের হয়।’
নীলফামারী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান বলেন,‘শাহীপাড়া ও জুম্মাপাড়া পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডে অন্তভ‚ক্ত। এই পাড়া দু’টিতে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগি নেই। এলাকাবাসী তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে শুধুমাত্রা পাড়ার সড়ক গুলো লকডাউন করেছে।’
এবিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন,‘করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা স্বউদ্যোগে এ কাজটি করেছেন। তবে সরকারের এমন কোন সিদ্ধান্ত হয়নি। করোনা মোকাবেলায় সরকার যেহেতু চাচ্ছে ঘর থেকে লোকজনর বের না হয়। সে উদ্দেশ্যে সেটি করে থাকলে ভালোই হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top