নীলফামারীতে জাতীয় গণগ্রন্থাগার দিবস পালন

Nilphamari-Library-Day.jpg

এসএপ্রিন্সঃ জাতীয় গণগ্রন্থাগার দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে(৫ফেব্রæয়ারী) সরকারী গণগ্রন্থাগার অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও জাতীয় রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদের সভাপতি আহসান রহিম মঞ্জিল বক্তব্য দেন।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর লাইব্রেরীয়ান আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাইফুল ইসলাম। পরে লাইব্রেরী দিবস উপলক্ষে বই পাঠ প্রতিযোগীতায় ৬জনকে পুরস্কৃত করা হয়।
এর আগে বনার্ঢ্য র‌্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি।
জেলা প্রশাসন ও সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে কর্মসুচীতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে লাইব্রেরী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top