সৈয়দপুরে পেঁয়াজের কেজি ২০০ টাকা ১ কেজি পেঁয়াজে মিলছে ৭ কেজি চাল

index.jpg

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতার পরও সৈয়দপুরে খুচরা বাজারে পেঁয়াজের দর কমেনি বরং দাম আরও বেড়েছে। বৃহস্পতিবার স্থানীয় বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকা দরে। মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৭০ টাকা। অথচ নি¤œ আয়ের মানুষের খাবারের মোটা চাল প্রতি কেজি ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ১ কেজি পেঁয়াজের দামে চাল মিলছে ৭ কেজি। গতকাল সকালে সৈয়দপুরের খুচরা সবজি বাজারে ঘুরে এমন চিত্র মিলেছে। অথচ গত মঙ্গলবারও ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হয়েছে। ফলে দামের ঝাঁজে অস্থির হয়ে উঠেছে ক্রেতারা।
গত দুই মাস যাবত সৈয়দপুরের বাজারে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে আড়তদাররা ইচ্ছামত পেঁয়াজের দাম নির্ধারণ করে বিক্রি করছেন। ফলে ফেঁয়াজের মূল্য কমার লক্ষণ দেখা যাচ্ছে না। দাম বাড়ার বিষয়ে আড়তদাররা জানান, পাবনা ও কুষ্টিয়ার স্থানীয় মোকামে পেঁয়াজের আমদানি কম হওয়ায় ওই অঞ্চল থেকে পেঁয়াজ আসছে না। পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।
ভুক্তভোগী ক্রেতারা বলছেন, প্রশাসনের নিয়মিত নজরদারি থাকলে বাজারে সিন্ডিকেট কোন সুবিধা করতে পারবে না। তারা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। বাজারের চা বিক্রেতা মো. জাহিদ বলেন, পেঁয়াজের দাম এত বেশি হওয়ায় আমাদের খরচও বেড়ে গেছে।
বাজারের খুচরা ব্যবসায়ী মো. আশরাফ আলী বলেন, যে দামে পেঁয়াজ কিনতে হয় তার চেয়ে কিছু মুনাফায় তারা বিক্রি করছেন। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে তাদের কিছু করার নেই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া জানান, বাজার নিয়ন্ত্রণে নজরদারি শুরু হয়েছে। আশা করি দাম নিয়ন্ত্রণে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top