নীলফামারী জলঢাকায় ৬৬ বোতল ফেনসিডিলসহ ১জন গ্রেফতার-

received_383597244285146.jpeg


রাশেদুর রহমান সুমন
স্টাফ রিপোর্টার।

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশিং চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে দশটায় উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের কাঁকড়া চৌপতী বাজার সংলগ্ন ডালিয়াগামী এক যাত্রীর নিকট অভিনব কায়দায় কালো কাপড় দ্বারা বডি ফিটিং অবস্থায় ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারসহ হাতেনাথে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন, লালমনিরহাট জেলা হাতিবান্ধা উপজেলার দোলাপাড়া ১নং ওয়ার্ড বাসিন্দা সাফিউল আলমের পুত্র আরাফাত ইসলাম ( ২২ )। জলঢাকা থানার এ. এস. আই মামুনার রশীদ জানান, মাননীয় পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে এ সব মাদক জব্দ করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত ৬৬ বোতল ফেনসিডিলের মূল্য ৯৯ হাজার টাকা। এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) মুক্তারুল আলম জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) রুজু করা হয়।জলঢাকা থানার মামলা নং-২১ তারিখ ২৭/২/২৪ইং। এ সময় ওসি মুক্তারুল আলম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টর্লারেন্স অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top