জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন মেয়র

91.jpg

জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার উদ্যোগে সচেতনতামুলক কাজ করছেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। শহর পরিস্কার-পরিচ্ছন্নতা, সচেতনতামূলক লিফলেট বিতরণ, রাস্তা এবং ছোটখাটো যানবাহনে জীবানুনাশক স্প্রে করা অব্যাহত রেখে পৌরশহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পথচারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শহরে আগত মানুষ ও দোকানে দোকানে গিয়ে ১ হাজার মাস্ক এবং ৫’শ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। আর এসব মাস্ক ও স্যানিটাইজার তৈরির মধ্যদিয়ে পৌর কর্তৃপক্ষকে সহযোগীতা করেছে ইনভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতীক নোভেল করোনা ভাইরাসে আতংকিত না হয়ে পৌরবাসিকে শতর্ক হওয়ার আহবান জানিয়ে পৌরসভার মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট বলেছেন, করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারাণ করেছে। তাই ভাইরাসটি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষে আমরা কাজ করছি। এমুহুর্তে হাট বাজারে নয়, মানুষকে নিজ বাড়িতে থাকাটাই খুব বেশি প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top