২৫টি প্রতিষ্ঠানে খোলা হচ্ছে ‘সততা স্টোর’

31.01.20201.jpg

নীলফামারীতে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ চালু করতে ৫লাখ টাকার তহবিল দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত প্রতিষ্ঠান প্রধানদের হাতে টাকা তুলে দেন জেলা ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান চৌধুরী।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) জেলা সভাপতি আবুল কালাম মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বক্তব্য দেন।

এতে স্বাগত বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-পরিচালক শেখ মেজবাহ উদ্দিন। দুদক উপ-পরিচালক শেখ মেজবাহ উদ্দিন বলেন, এসব বিদ্যালয়ে প্রদানকৃত টাকা দিয়ে সততা স্টোর খোলা হবে। এখান থেকে শিক্ষা উপকরণ কিনতে পারবেন শিক্ষার্থীরা। এই স্টোরে থাকবে না কোন বিক্রেতা। শিক্ষার্থীরা প্রয়োজনীয় উপকরণ কিনে নির্ধারিত বাক্সে টাকা রেখে দেবেন।

তিনি বলেন, মুলত স্কুল জীবন থেকে শিক্ষার্থীদের সৎ ভাবে গড়ে তুলতে এবং সৎ মানসিকতা তৈরিতে সহায়ক হবে এই পদ্ধতি।

জেলা প্রশাসন সুত্র জানায়, নীলফামারীতে ইতোমধ্যে ৫০টি বিদ্যালয়ে এই সততা স্টোর খোলা হয়েছে।

অনুষ্ঠানে দুপ্রক সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, ডোমার উপজেলা সভাপতি নুর উন নবী, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি হাবিবুর রহমান, দুদক সহকারী পরিদর্শক অমলেন্দু কোচ, উপ-সহকারী পরিদর্শক রিয়াজুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top