নীলফামারীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন।

FB_IMG_1715177817771.jpg


রাশেদুর রহমান সুমন।
স্টাফ রিপোর্টার।

নীলফামারীতে ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা : রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু ’ প্রতিপাদ্যে বিশ্বকবি ববীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে।
অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনায় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষণ রায় ও শহিদুল ইসলাম ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, জেলা কালচারাল কর্মকর্তা কে এম আরিফুজ্জামান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা বক্তব্য দেন।
অনুষ্ঠানে জেলা শিশু একাডেমি আয়োজিত রচণা, চিত্রাংকণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ৮টি গ্রুপে বিজয়ী ২৪জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top