কিশোরগঞ্জে কফি বাগান পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি

Kesor-Pic0000.jpg


কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় অবস্থিত কফি বাগান শনিবার(১০ অক্টোবর) বিকালে পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
তিনি কিশোরগঞ্জ মুন্সিপাড়ার কফি চাষী আব্দুল কুদ্দুসের সমতল ভূমিতে (দোআশ মাটি) চাষ করা কফি বাগানটি পরিদর্শন করেন। এসময় কফি গাছে থোকা থোকা সবুজ ও আধা পাঁকা ফল তিনি পরখ করে দেখেন। তিনি ও তার সাথে থাকা সকলেই কফি ফল দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। পরিদর্শনকারী সকল অতিথিকে কফি চাষী আব্দুল কুদ্দুস কফি ও আগর বাগান ঘুরে ঘুরে দেখান। এসময় ডিআইজি দেবদাস ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, দেশে কফি চাষ ও উৎপাদন এবং বাজারজাতের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডিআইজির সহধর্মিনী, পরিবারের সদস্যবৃন্দ, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, পরিবারের সদস্যবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল ও কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top