শ্যাখের বেটির দয়ায় পাকা বাড়ীর মুখ দেখনু

photo.kishorgonj.nilphamari.23.01.2021-scaled.jpg


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ গৃহহীন প্রতিবন্ধি রহমত আলীর (৬৫) আজকের দিনটি যেন সোনালী দিন। সেমিপাকা বসত ঘড়ের স্বপ্ন তিনি কখনো তিনি দেখেননি। ভিক্ষাবৃত্তি করে কোন রকমে দিন চলে। হটাৎ আজ শনিবার তার কপালে জোটে প্রধানমন্ত্রী প্রতিশ্রæত ভুমিহীন ও গৃহহীনদের জন্য ১লাখ ৭১ হাজার টাকা দামী একটি বাড়ী। রহমত সাজানো বাড়ী পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান। বলেন, ‘মোর চৌদ্দগুষ্টিও পাকা বাড়ী দ্যাখে নাই,শ্যাখের বেটির দয়ায় পাকা বাড়ীর মুখ দেখনু। ওমরা য্যানো ম্যালা দিন বাঁচি থাকে।’
শনিবার দুপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের ভূমিহীন ও গৃহহীনদের বাড়ীর চাবী ও দালিলিক কাগজ হস্তান্তরের সময় নিতাই ইউনিয়নের কাচারীপাড়ার প্রতিবন্ধি ও ভিক্ষুক রহমত আলী বাড়ী পেয়ে উচ্ছসিত হন। এ সময় তিনি দু’ হাত তুলে প্রানভরে দোয়া শুরু করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপস্থিত কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, সহকারী কমিশনার(ভুমি) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম ও নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকজ্জামান ফারুকের জন্য তিনি প্রান খুলে দোয়া করেন। নিজের হাতে তৈরী করা একটি বড় তছবি দেখিয়ে দিয়ে তিনি বলেন, ‘মুই সারা জীবন মোর (শেখ হাসিনা) জন্য দোয়া করিম।’
শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতি উপকারভোগীকে ঘর ও ২ শতাংশ করে জমি প্রদান করা হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ উপজেলার উপকারভোগীদের মাঝে স্থানীয়ভাবে ঘরের চাবী ও একটি ফ্লোডারে জমির দলিল, খতিয়ান, ডিসিআর ও সনদপত্র তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, শাপলা বেগম, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, বাহাগিলী ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান শাহ্, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুক উজ জামান ফারুক, চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন প্রমুখ।
উল্লেখ্য যে, “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” ¯েøাগান নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১ শ’ ৪০ ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নিমার্ণ করা হয়। এ উপজেলার ১ শ’ ৪০ টি পরিবারকে ঘর ও প্রতিটি পরিবারকে ২ শতাংশ করে জমি প্রদান করা হয়। প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বিধাব, স্বামী পরিত্যক্তাদের অগ্রাধিকার দিয়ে এ উপজেলায় ভূমিহীন ও গৃহীনদের তালিকা করে প্রথম পর্যায় এসব ঘর প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প হতে এ ঘরগুলো নির্মিত হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। ১ শ’ ৪০ টি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৩৯ লক্ষ ৪০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top