কারিগরির সনদগুলো কারা কিনেছেন বের করা হবে: ডিবিপ্রধান

db-1713881414-2404240413.jpg


এস.এম.আহসান হাবীব বাবু।
কারিগরি শিক্ষাবোর্ডের সনদ বাণিজ্যে চক্রের মাধ্যমে কারা সনদ নিয়েছেন, কখন কাকে কী পরিমাণ টাকা দিয়েছেন সব বিষয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার প্রায় ৩ ঘণ্টা ডিবি কার্যালয়ে কারিগরি শিক্ষাবোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, সনদগুলো কারা কিনেছেন, কোথায় কোথায় বিক্রি হয়েছে, সেটা খুঁজে বের করা হবে। বুয়েটের পরীক্ষক দল আসবে। বিশ্লেষণ করে দেখা হবে আসলে কি পরিমাণ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, কি পরিমাণ টাকা লেনদেন হয়েছে। তদন্ত আরো চলবে। আর্থিকভাবে চেয়ারম্যান জড়িত কি না তাও খুঁজে বের করা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক ও চেয়ারম্যান জানার পরও ব্যবস্থা না নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আরেকটু তদন্ত করবো। জানার পরও কেন ব্যবস্থা নেয়া হলো না? ইচ্ছাকৃত, অবজ্ঞা নাকি অনিচ্ছায় জেনেও ব্যবস্থা নেননি তা জানার চেষ্টা করবো। দায় এড়ানোর কোনো সুযোগই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top