কবিতা – শিরোনামঃ- মৃত্যুর পেয়ালা। কলমেঃ- রফিকুজ্জামান রফিক

received_1138765523813166.jpeg


কবিতা –
শিরোনামঃ- মৃত্যুর পেয়ালা।
কলমেঃ- রফিকুজ্জামান রফিক

মৃত্যুর পেয়ালা পান করিবে
সৃষ্টি কুলের সব,
সৃষ্টির আগে শর্ত দিছেন
মহান দয়ার রব,

আদম থেকে আখেরি নবী (সাঃ)
কেউ পরেনি বাদ,
আদম সন্তান রেডি থেকো
নিতে মৃত্যুর স্বাদ,

হুকুম হলে হাজির হবেন
মালাকুল মউত এসে,
পালানোর রাস্তা বন্ধ করে
জীবন নিবে শেষে,

ছটফট করবে রুহু তোমার
দেহ থাকবে পরে,
আত্ম চিৎকার কেউ শুনবে না
তোমার ছোট্ট ঘরে,

বুক ফাটিবে মুখ ফুটবে না
যতোই চেষ্টা করো,
মৃত্যুর আগে এসব ভেবে
ইসলামের পথ ধরো,

ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম
আল্লাহর প্রিয় পথ,
সেই পথের তালাশ করতে
ধরুন নবীর (সাঃ) রথ ।
তাং ২৩/০৪/০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top