কবিতা:শিরোনামঃ- বেইমান বন্ধু। কলমেঃ- রফিকুজ্জামান রফিক

InShot_20240422_012925032.jpg

শিরোনামঃ- বেইমান বন্ধু।
কলমেঃ- রফিকুজ্জামান রফিক

এক নিমিষেই বন্ধু তুমি
হইয়া গেলি পর,
নিজের সুখের কথা ভেবে
ভাংলি আমার ঘর।

ভাবলি না রে ও পাষাণী
আমায় নিয়ে কিছু,
এক বারো কি মন চাইলো না
ফিরে দেখতে পিছু।

এতো ভালো বাসলাম তোমায়
মন পেলাম না তবু,
বেঈমানিরো বিচার করবেন
ঐনা মহান প্রভু ।

মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা
যদি সমান হয়,
তবু কেন বন্ধু তোমার
লাগলো না রে ভয় ।

অভিশাপ দিবো তোমায়
তুমি থেকো সুখে,
বোবা কান্নায় বুক ফাটিলেও
বলবো না আর মুখে ।

সুখে থেকো ভালো থেকো
এটাই শুধু চাই,
তোমার মতো বেইমান আমি
আর জেন না পাই ।
তাং ২২/০৪/০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top